আগামী ১৫ জানুয়ারি থেকে সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা।
হঠাৎ ওমিক্রন বৃদ্ধি পাওয়ায় আগামী ১৫ জানুয়ারি থেকে সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা করেছে দিপু মনি। এর আগে বলেছিলেন করোনা শনাক্তের হার বাড়লে যেকোনো সময় আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবো।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১৫ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে
এর আগে, গত বুধবার (০৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।